চতুর্থ টেস্ট জিতে সিরিজে সমতা আনতে মরিয়া জো রুট

0
1

চতুর্থ টেস্টে (4 th test) ভারতের( india) বিরুদ্ধে জয় চাইছেন ইংল‍্যান্ড অধিনায়ক ( england captain )জো রুট ( joe root)। চেন্নাইতে প্রথম টেস্টে জয় পেলেও পরপর দুই টেস্টে হারের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়া হচ্ছে না রুট বাহিনীদের। যা নিয়ে আক্ষেপ ঝড়ে পড়ল রুটের গলায়।

এদিন তিনি বলেন,” এই ম্যাচ জিতে আমরা সিরিজ ড্র রাখতে চাই। আমাদের দুর্ভাগ্য যে এখন আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে যাওয়ার সুযোগ নেই আমাদের কাছে।” এই মুহুর্তে সিরিজে ২-১ এগিয়ে ভারতীয় দল। তাই চতুর্থ টেস্ট জিতে সিরিজ সমতায় আনতে মরিয়া ইংরেজরা।

ইংল‍্যান্ড বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে না পাড়লেও, রুটদের ওপর নির্ভর করছে অস্ট্রেলিয়ার ভাগ্য। ভারতকে হারাতে পারলে ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে অজি ব্রিগেড। তবে অস্ট্রেলিয়াকে সুবিধা করে দেওয়া নয়, ভারতে ‘বিশেষ কিছু’ করে দেখাতে চান, বুধবার এমনটাই জানালেন রুট।

আরও পড়ুন:বিয়ের প্রস্তুতির জন‍্য চতুর্থ টেস্টে নেই বুমরাহ, বিসিসিআই সূত্রের খবর

Advt