বিয়ের প্রস্তুতির জন‍্য চতুর্থ টেস্টে নেই বুমরাহ, বিসিসিআই সূত্রের খবর

0
3

বিয়ের কারণে চতুর্থ টেস্ট( 4th test) থেকে ছুটি নিয়েছেন যশপ্রীত বুমরাহ( jashprit bumrah)। এমনটাই জানা যাচ্ছে বিসিসিআই( bcci) সূত্র থেকে। বিসিসিআই( bcci) সুত্রের খবর, বিয়ের জন্যই ছুটির আবেদন করেছেন ভারতীয় দলের এই পেসার।

বিসিআইয়ের এক কর্তা জানান, “বিয়ের প্রস্তুতির জন্য ছুটি নিয়েছেন বুমরাহ।” ভারত-ইংল‍্যান্ড টেস্ট সিরিজে মাত্র দুটি ম‍্যাচ খেলেছেন তিনি। চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁকে। চলতি সিরিজে দুই ম্যাচে ৪ উইকেট পেয়েছেন বুমরাহ।

ভারত-ইংল‍্যান্ড টেস্ট চলাকালীন ব‍্যাক্তিগত কারণে বিসিসিআইয়ের কাছে ছুটি চান বুমরাহ। শোনা যাচ্ছে অভিনেত্রী রাশি খান্নার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন তিনি।

আরও পড়ুন:করোনার টিকা নিলেন পেলে

Advt