ডিসেম্বরে দলত্যাগ, তারপর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Sah) হাত ধরে বিজেপিতে (BJP) যোগ দিয়ে জানুয়ারির শুরুতেই কেন্দ্রের ক্যাবিনেট মন্ত্রীর (Cabinet Minister) সমতুল্য পদ মর্যাদার জুট কর্পোরেশনের (JIC) চেয়ারম্যান (Chairman) পদে নিয়োগ। কিন্তু দু’মাস যেতে না যেতেই সেই পদ থেকে আচমকাই ইস্তফা (Resign) দিলেন বিজেপির নব্য নেতা শুভেন্দু অধিকারী (Subhendu Adhikary)।

নিয়োগপত্র অনুযায়ী শুভেন্দুর মেয়াদ ছিল ৩ বছর। তাঁকে অস্থায়ী বা পার্ট টাইম চেয়ারম্যান হিসাবে নিয়োগ করা হয়। তবে এই পদই এবার ছেড়ে দিলেন শুভেন্দু। কিন্তু ঠিক কী কারণে এই সিদ্ধান্ত তা এখনও জানা যায়নি। শুভেন্দু নিজেও কোনও প্রতিক্রিয়া দেননি। যদিও দলের তরফে কৈলাস বিজয়বর্গীয়র জানিয়েছেন, “বিধানসভা নির্বাচন নিয়ে ব্যস্ততা বাড়ছে। সেই কারণেই শুভেন্দু ইস্তফা দিয়েছেন।”
উল্লেখ্য, কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের প্রস্তাবিত এই নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করে গত ৪ জানুয়ারি শুভেন্দু অধিকারীকে নিয়োগে সম্মতি দেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কমিটি। এবার সেই পদই ছাড়লেন শুভেন্দু।
আরও পড়ুন:মাঝ সমুদ্রে মরণবাঁচন লড়াই, ১৪ ঘন্টা আবর্জনা আঁকড়ে জীবনযুদ্ধে জয়







































































































































