বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে উত্তপ্ত উত্তরপাড়া

0
2

বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে উত্তপ্ত উত্তরপাড়া (Uttorpara)। শিবতলা এলাকায় তৃণমূল-বিজেপি (Tmc-Bjp) কর্মীদের মধ্যে ধস্তাধস্তিতে এলাকায় উত্তেজনা ছড়ায়।

তৃণমূলের অভিযোগ, তাদের পার্টি অফিসের সামনে ইচ্ছে করে মাইক বেঁধে দলের নেতা-নেত্রীদের বিরুদ্ধে কুকথা বলছিল বিজেপি। তৃণমূলের তরফ থেকে পুলিশ ও বিজেপির নেতাদের অনুরোধ করা হয় মাইক খুলে নেওয়ার জন্য। কিন্তু মাইক খোলা হয়নি। এরপর উত্তরপাড়া গৌরী সিনেমা হলের সামনে থেকে শুরু হয় বিজেপির পরিবর্তন যাত্রা। ছিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রবীর ঘোষাল (Prabir Ghosal), সংগঠনিক সভাপতি শ্যামল বসু (Syamal Basu)-সহ অনেকে।
তৃণমূলের অভিযোগ, তাদের পার্টি অফিসের সামনে ইচ্ছে করেই মাইক বেঁধেছে বিজেপি। অবিলম্বে মাইক খোলার দাবিতে রাস্তা অবরোধ করেন শাসকদলের কর্মী-সমর্থকরা।

বিজেপি নেতা কর্মীরা এসে অবরোধ সরাতে গেলে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তিতে বেধে যায়। পরে পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে জিটি রোড।

আরও পড়ুন:দু’মাসের মধ্যেই কেন্দ্রের জুট কর্পোরেশনের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা শুভেন্দুর

Advt