বৈদ্যবাটিতে দিলীপ ঘোষের সভায় বিজেপিতে যোগ জিতেন্দ্র তিওয়ারি

0
1

হুগলির (Hoogli) বৈদ্যবাটিতে বিজেপির (Bjp) সভায় দলে যোগ দিলেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা পাণ্ডবেশ্বর প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। মঙ্গলবার, তৃণমূল ছেড়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ও বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়দের (Rajiv Banerjee) হাত ধরে পদ্ম শিবিরে যোগ দেন জিতেন্দ্র। বেশ কিছুদিন আগেই তৃণমূলের সমস্ত পদ ছেড়েছেন তিনি।

জিতেন্দ্র তিওয়ারি বিজেপিতে যোগদানের একসময় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। সেই কারণেই এর আগেরবার দল থেকে বহিষ্কার হওয়ার পরেও তৃণমূলেই (Tmc) থেকে গিয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি।তৃণমূল দলে তাঁর গুরুত্বও বেড়েছিল। বৈদ্যবাটিতে বিজেপির সভায় দিলীপ ঘোষের হাত থেকে বিজেপি দলের পতাকা নেন আসানসোলের বর্ষীয়ান নেতা জিতেন্দ্র তিওয়ারি।

এদিন প্রথমে উত্তরপাড়া থেকে বৈদ্যবাটি অবধি পরিবর্তন যাত্রা করে বিজেপি নেতৃত্ব। সেই পরিবর্তন যাত্রায় উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, রাজীব বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। এরপর বৈদ্যবাটিতে সভা করে বিজেপি।

আরও পড়ুন- ব্রিগেডে মোদির মঞ্চে থাকবেন সৌরভ? রাজনৈতিক মহলে তুমুল জল্পনা

Advt