নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার জেরে কোপ স্বাস্থ্যসাথী-চোখের আলোতে

0
3
swasthosathi

নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে ২৬ ফেব্রুয়ারি। আর তারপরেই সরকারি প্রকল্পের কাজে বাধা। কোথাও স্বাস্থ্যসাথী ক্যাম্পে কোপ, তো কোথাও চোখের আলো প্রকল্প বন্ধ করে দিল নির্বাচন কমিশন (Election Commission)। খাস কলকাতার গড়ফায় নির্বাচন কমিশনের নির্দেশে বন্ধ স্বাস্থ্যসাথী ক্যাম্প (Health Camp)। ক্যাম্প বন্ধের খবর আগাম না থাকায় ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ।

স্বাস্থ্যসাথীর কার্ড আচমকা বন্ধ করে দেওয়া নির্বাচন কমিশনের এক্তিয়ারের বাইরে বলে অভিযোগ তৃণমূলের (Tmc)। এটা স্বাস্থ্যসাথী নয়, ভোট সাথী বলে পালটা কটাক্ষ করেছে বিজেপি (Bjp)। এই নিয়ে চাঞ্চল্য গড়ফা এলাকায়।

আরও পড়ুন-খবরের জের : স্বাস্থ্যসাথী কার্ড পেল ক্যান্সার আক্রান্ত শিশুর পরিবার

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার বহু আগেই এই প্রকল্প ঘিরে সারা রাজ্যে সাড়া পড়ে গিয়েছে। কিন্তু শুক্রবার নির্বাচন কমিশন আট দফায় বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরে প্রকল্পের ক্যাম্পই বন্ধ করে দিল নির্বাচন কমিশন। গড়ফার ১০৪ নম্বর ওয়ার্ডের দীনেন্দ্রনাথ মেমোরিয়াল গার্লস হাইস্কুলে স্বাস্থ্যসাথী কার্ডের ছবি তোলার কর্মসূচি হঠাৎ বন্ধ করে দিল কমিশন।

একইসঙ্গে বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং চশমা দেওয়ার যে প্রকল্প রাজ্য সরকার নিয়েছিল, সেই ‘চোখের আলো’ প্রকল্প বন্ধ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

Advt