বাংলায় নির্বাচনী প্রচারে এসেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মঙ্গলবার জনসভা করেছেন মালদহের (Maldah) গাজোলে। সেখানে তিনি জয় শ্রীরাম স্লোগান, রাজ্যের আইন শৃঙ্খলা এবং গো হত্যা বন্ধ করা নিয়ে রাজ্যে সরকারের বিরুদ্ধে সরব হন যোগী আদিত্যনাথ। এর পাল্টা আদিত্যনাথের বিরুদ্ধে তোপ দেগেছেন বীরভূম জেলা তৃণমূলের দাপুটে সভাপতি অনুব্রত মণ্ডল।
আজ মালদহের গাজোলের সভা থেকে যোগী আদিত্যনাথ বলেন, “বাংলায় গো হত্যা বন্ধ করেনি মমতা সরকার। আমরা সরকারে এলে তা করব। এখানে শাসক দলের রাম নাম পছন্দ নয়। রামনাম ছাড়া কিছু হয় না। যারা রামনাম পছন্দ করে না, বাংলায় তাদের জায়গা নেই। বাংলায় আইন শৃঙ্খলা বলে কিছু নেই। উত্তরপ্রদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছি।”
আরও পড়ুন-বৈদ্যবাটিতে দিলীপ ঘোষের সভায় বিজেপিতে যোগ জিতেন্দ্র তিওয়ারি
এরই পাল্টা হাসনের সভা থেকে যোগীকে পাল্টা আক্রমণ করেন অনুব্রত মণ্ডল। তৃণমূল নেতা বলেন, ‘ওর বাবার জায়গা নাকি যে এখানে গো হত্যা বন্ধ করবে!’ এরপর সভা শেষ হলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুব্রত বলেন, ‘ও কোন হরিদাস পাল যে এরাজ্যে গো হত্যা বন্ধ করবে? উত্তরপ্রদেশে রোজই মহিলারা ধর্ষণের শিকার হচ্ছেন। প্রায় ৬,৭০০ মুসলিম ছেলেকে এনকাউন্টার করে মেরেছে। ওরা এরাজ্যে এলে একই জিনিস হবে।”






































































































































