পাখির চোখ বাংলা, শিবরাজের পর কাল মালদহে যোগীর সভা

0
1

বাংলাকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতারা। নিয়ম করে প্রতিমাসে রাজ্যে ঢুঁ মারছেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা(JP Nadda), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। প্রচারে ঝড় তুলতে বিশেষ অতিথি হিসেবে হাজিরা দিয়ে গিয়েছেন খোদ প্রধানমন্ত্রী(Prime Minister)। যেনতেন প্রকারে বাংলায় পদ্মের বীজ পুঁততে হাইভোল্টেজ কেন্দ্রীয় নেতা-মন্ত্রীদের পাশাপাশি এবার বাংলায় প্রচারের ময়দানে নেমে পড়লেন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। রবিবার রাজ্যে পা রেখে তৃণমূল সরকারকে আক্রমণ শানাতে দেখা গিয়েছিল বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে। আগামীকাল মঙ্গলবার তৃণমূলকে বিঁধতে রাজ্য সফরে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ(Yogi Adityanath)।

জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য সফরের আগেই হিন্দুত্বের অস্ত্রে শান দিতে যোগী আদিত্যনাথের এই ঝটিকা সফর। মঙ্গলবার মালদায় আদিবাসী অধ্যুষিত গাজোলে সভা করার পাশাপাশি দলের পক্ষ থেকে বের করা ‘পরিবর্তন রথযাত্রা’য় কিছুটা সওয়ারও হবেন তিনি। সম্প্রতি বিজেপি তরফে জানানো হয়েছে, মালদাতে যোগী আদিত্যনাথের সভা উপস্থিত থাকবেন বাবুল সুপ্রিয়, সায়ন্তন বসু, অর্জুন সিং এর মতো নেতৃত্বরা।

আরও পড়ুন:আব্বাস ঠিক কথা বলেননি: জোটের ভাঙন রুখতে বলতে হল বিমানকে

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের পর থেকেই মালদাকে পাখির চোখ করেছে বিজেপি। সীমান্তবর্তী মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই এলাকায় বিজেপির মূল লক্ষ্য ভোট কাটাকাটি। একদিকে কংগ্রেসের সঙ্গে আইএসএফ এর দ্বন্দ্ব ও অন্যদিকে তৃণমূল। সেখান থেকেই ভোট কাটাকাটির অংক কষে লাভের গুড় খেতে চায় গেরুয়া শিবির। আর সেই লক্ষ্যেই মালদায় কোমর বেঁধে মাঠে নামছে গেরুয়া বাহিনী

Advt