বিজেপিতে অভিনেত্রী শ্রাবন্তী

0
3

বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় । বিজেপি রাজ্য সভাপতি  দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়র উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন তিনি।  শহরের এক পাঁচতলা হোটেলে ওই যোগদান পর্বের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত সহ অন্যান্য নেতৃত্ব ।
সপ্তাহখানেক আগে একঝাঁক তারকা বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন হিরণ চট্টোপাধ্যায়, যশ দাশগুপ্ত, পায়েল সরকার, পাপিয়া অধিকারী। এরপর শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও পদ্মশিবিরে সামিল হলেন।
শ্রাবন্তী বলেছেন, এটা একেবারেই নতুন একটা যাত্রা। বাংলার উন্নয়নে বিজেপির সঙ্গে থেকে প্রধানমন্ত্রীর স্বপ্নকে সফল করার শরিক হতে চাই।