Saradha মামলায় EDর তলব। চিঠি পেয়ে মঙ্গলবার যাবেন Kunal Ghosh. সোমবার তিনি বলেন,” আমি গোড়া থেকে তদন্তে সহযোগিতা করে এসেছি। এখনও করব।” উল্লেখ্য, ২০১৩ সাল থেকে ইডির মুখোমুখি হচ্ছেন কুণাল। সব নথি দিয়েছেন। ২০১৫ সালে ইডি যাদের বিরুদ্ধে চার্জশিট দেয়, তাতেও কুণালের নাম ছিল না। তারপরেও একাধিকবার বয়ান রেকর্ড করে ইডি। কুণাল বলেন,” আমি কোনো অন্যায় করিনি। ফলে আমাকে যে এজেন্সি যখন ডাকে নিজে গিয়ে তদন্তে অংশ নিই। এবারও তার ব্যতিক্রম হবে না।” কুণালকে প্রশ্ন করা হয়, এটা কি ভোটের মুখে সক্রিয় প্রচার করছেন বলে চাপ? কুণাল বলেন,” সবাই তাই বলছেন শুনছি। কিন্তু আমি আজ কোনো কথা বলব না। ডাকা হয়েছে। যাব। যদিও সব নথিই ওঁদের কাছে আছে, তবু যা চাইছেন সব আবার দেব।”