করোনা-মুক্ত ভারত গড়ার ডাক দিয়ে টিকা নিলেন প্রধানমন্ত্রী

0
1

করোনা- টিকা নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।

সোমবার সকালেই অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে (AIIMS) গিয়ে টিকা নেন তিনি৷ ওই সময় তাঁর গলায় অসম রাজ্যের আশীর্বাদের প্রতীক একটি বিশেষ ধরনের গামছা ছিলো৷ এদিন সকালে টুইট করে একথা নিজেই জানান মোদি। টুইটের সঙ্গে টিকা নেওয়ার ছবিও পোস্ট করেছেন তিনি। দেশীয় সংস্থা ভারত বায়োটেকের তৈরি করোনা টিকা ‘কোভ্যাকসিন’ নেন প্রধানমন্ত্রী।
করোনা-টিকা নেওয়ার পরই একটি টুইট করেছেন প্রধানমন্ত্রী। ওই টুইটে ভারতকে করোনা মুক্ত করতে দেশবাসীকে একজোট হওয়ার ডাক দিয়েছেন৷ তিনি বলেছেন,, “কোভিড-১৯ -এর সঙ্গে গোটা দুনিয়ার লড়াইয়ে ভারতের বিজ্ঞানী এবং চিকিৎসকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।” পাশাপাশি সকলকে টিকা নেওয়ার জন্য আবেদন জানান তিনি। এদিন তাঁকে টিকা দিয়েছেন দু’জন নার্স। একজন ছিলেন পুদুচেরির বাসিন্দা সিস্টার পি নিভিদা এবং অপরজন কেরলের বাসিন্দা।