মালদা, মুর্শিদাবাদের একটা আসনও পীরজাদাদের ছাড়ব না: অধীর চৌধুরী

0
1

মালদা, মুর্শিদাবাদের একটা আসনও পীরজাদাদের ছাড়া হবে না। সাফ জানিয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (adhir chaudhury)। অধীরের এই অবস্থানের পর কংগ্রেস (congress) ও আব্বাস সিদ্দিকির আইএসএফের (ISF) জোট ঘিরে বড় ধোঁয়াশা তৈরি হয়েছে। রবিবার ব্রিগেডের সভায় অধীরের বক্তৃতা চলাকালীন আব্বাস মঞ্চে ওঠার পর যে নজিরবিহীন দৃশ্যের অবতারণা হয় তাতে কংগ্রেসের সঙ্গে আইএসএফের জোটের তাল যে কেটেছে তা স্পষ্ট। জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠার মধ্যেই প্রদেশ কংগ্রেস সভাপতির এই অনমনীয় মনোভাব বুঝিয়ে দিল আব্বাসের সঙ্গে জোট নিয়ে বিরাট কোনও মাথাব্যথা নেই কংগ্রেসের। মালদা, মুর্শিদাবাদের ইস্যুতে আব্বাসের সঙ্গে জোট ভেস্তে যেতে পারে এমন সম্ভাবনার কথা উঠতেই অধীর জানিয়েছেন, তাঁর কিছু করার নেই। বহরমপুরের সাংসদ এও বলেন, আমাদের জোট হয়েছে বামফ্রন্টের সঙ্গে। সেখানেই চূড়ান্ত আসন সমঝোতা অমীমাংসিত। ফলে অন্য আরেকটি দলের (এক্ষেত্রে আইএসএফ) বিষয়ে আলাদা করে কিছু ভাবছি না। অধীর চৌধুরী বলেন, মালদা, মুর্শিদাবাদে কংগ্রেস জেতে। আমরা আমাদের জেতা আসন পীরজাদাদের দিতে যাব কেন? ওরা অন্য জায়গার আসন নিন না! কিন্তু কোনও অবস্থাতেই মালদা, মুর্শিদাবাদ দেব না।