মানুষের কাছে যাওয়ার কোনও বিকল্প নেই। শুধু নিজেরা বললেই হবে না, মানুষ কী বলছেন সেটা শোনা, তাঁদের বোঝানোই সবচেয়ে জরুরি। রবিবার ব্রিগেড সমাবেশে বললেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (suryakanta mishra)। তিনি বলেন, মানুষের কাছে আমাদের যেতে হবে বিকল্প নিয়ে। এখন রাজ্যজুড়ে দুটি পক্ষের মধ্যে এমন তরজা চলছে যেন মোরগের লড়াই। আর এই অর্থহীন তরজার মধ্যে এরাজ্যের শোষিত, বঞ্চিত, নিপীড়িত, অবহেলিত মানুষদের দেখার কেউ নেই। আমাদের রাজ্যে ৫১ ভাগের কিছু বেশি মানুষ শ্রমিক-কৃষক, দলিত, আদিবাসী, সংখ্যালঘু মানুষ, যারা নানাভাবে বঞ্চনার শিকার, যারা অর্থনৈতিক ও সামাজিকভাবে কোণঠাসা। এই পরিস্থিতিতে
আমরা আওয়াজ হল: চাই কাজ, কাজ, কাজ। রাজ্যের সমস্ত শূন্যপদে নিয়োগ হবে এক বছরের মধ্যে, এমন বিকল্প সরকার চাই। কৃষি ও শিল্পের প্রসার ঘটবে এমন সরকার চাই। সব মানুষের খাদ্য নিরাপত্তা, সামাজিক অধিকার, নতুন শিল্প ও কর্মসংস্থান চাই। মা-শিশুর অধিকার চাই, নারী-পুরুষের বৈষম্য মুছে দিতে চাই।
আরও পড়ুন:ঐক্যের তাল কাটলেন আব্বাস সিদ্দিকি, কংগ্রেসকে দুষলেন সমঝোতা না করায়
সিপিএম রাজ্য সম্পাদক বলেন, শুধু আমরা কথা বললেই হবে না, মানুষের কাছে গিয়ে তাদের সমালোচনা শুনতে হবে, পরামর্শ শুনতে হবে, মানুষের কাছে যেতেই হবে, এর কোনও বিকল্প নেই।
সূর্যকান্ত মিশ্র মন্তব্য করেন, এই মুখ্যমন্ত্রী ‘দিদিকে বল’ বলে রাজ্যে এমন ‘বল, চল আর সমাধান’ করলেন যে তাঁর গোটা দলটাই বিজেপিতে চলে গেল!





































































































































