আইলিগে ( i-league)রিয়াল কাশ্মীরকে( real kashmir) ২-০ গোলে হারাল মহামেডান স্পোর্টিং ক্লাব( mohammedan sporting club)। ম্যাচে জোড়া গোল পেড্রো মাঞ্জির। অল্প সময়ের ব্যবধানে কোচের দায়িত্ব নিয়েই মহমেডান স্পোর্টিংকে আই লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডে তুললেন শঙ্করলাল চক্রবর্তী।

ডু অর ডাই পরিস্থিতিতে জয় ছাড়া আর কোনও রাস্তা ছিল না সাদা-কালো ব্রিগেডের সামনে। ম্যাচে এদিন শুরু থেকেই আক্রমণে ঝাঁপায় শঙ্করলাল চক্রবর্তীর দল। খেলার ৩৪ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কিংসলে। এরপর রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে বাকি ৭০ মিনিট অনবদ্য লড়াই চলায় ১০ জনের মহমেডান।
ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁজ বাড়ায় সাদা-কালো ব্রিগেড। ম্যাচের ৭৪ মিনিটে মহামেডানকে ১-০গোলে এগিয়ে দেন পেড্রো।এরঠিক পাঁচ মিনিটের ব্যবধানে মহামেডানের এবং নিজের দ্বিতীয় গোলটি করেন পেড্রো। এই জয়ের ফলে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চতুর্থ স্থানে উঠে এল মহামেডান স্পোর্টিং।
এদিন সাংবাদিক সম্মেলনে এই জয় নিয়ে সাদা-কালো কোচ শঙ্করলাল বলেন,” ফুটবলারদের জন্য এটা সম্ভব হয়েছে। আমি শুধু ভুলগুলো শুধরে দিচ্ছিলাম। খাদের কিনারায় ছিলাম। দুটো ম্যাচই আমাদের জিততে হত। সেখান থেকে পুরো ৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়নশিপ রাউন্ডে উঠলাম।”
আরও পড়ুন:তৃতীয় টেস্টের পিচ নিয়ে মুখ খুললেন ট্রট







































































































































