একদিকে দলবদলের লড়াই আর অন্যদিকে দিনবদলের লড়াই। বসন্ত এসে গিয়েছে। ফুটেছে পলাশ, কিংশুক, কৃষ্ণচূড়া। চারদিক লালে লাল। সঙ্গে অন্য রঙও আছে। এবারের ভোটে সংযুক্ত মোর্চার শক্তি দেখা যাবে। রবিবাসরীয় ব্রিগেডে বললেন সিপিএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম (md. selim)। তিনি বলেন, লালঝাণ্ডাকে আটকানো যাবে না প্রমাণ করল এই ব্রিগেড। কিছুদিন আগে যে বলত লাল ঝাণ্ডাকে ন্যাতা বানিয়ে দেবে, সে এখন তৃণমূলকে ন্যাতা করে বিজেপির জুতো পালিশ করছে। তৃণমূলের কাটমানি খাওয়া নেতাদের মোটাভাই বলেছে, নোটবন্দি আর ভোটের বণ্ড থেকে অনেক টাকা জমেছে, যার যা লাগে পুরোটাই দেব, তৃণমূলের মত এখানে ওখানে বখরার ভাগ দিতে হবে না। তাই তৃণমূলের নেতারা দলে দলে বিজেপিতে চলে যাচ্ছে। সেলিম বলেন, তৃণমূলের বিরুদ্ধে কীভাবে লড়াই করবে বিজেপি? নন্দীগ্রাম-খেজুরির সন্ত্রাসের নায়ককে পাশে নিয়ে মোদি বলছেন সন্ত্রাস দূর করবেন! সিন্ডিকেটের নায়ককে পাশে নিয়ে মোদি সিন্ডিকেট শেষ করার কথা বলছেন! তৃণমূলে থেকে চিটফাণ্ডের টাকা লুঠ করে এখন বিজেপির ছাতার তলায়। তৃণমূলের অনাচার বিজেপি দূর করতে পারে, এমন কথা এরপর বিশ্বাস করতে হবে? এই তো কেউ কেউ বললেন খেলা হবে। আর মোদি গোটা স্টেডিয়ামটাই দখল করে নিলেন! মহম্মদ সেলিমের মন্তব্য, বামকর্মী মইদুলের অপরাধ ছিল সে কাজ চেয়েছিল। তাই তাকে মেরে ফেলা হল। টেট পরীক্ষা নিয়ে কী চলছে সবাই দেখছেন। এবারের ভোটে তাই দিদি-মোদি দুজনকেই নক-আউট করে দিতে হবে।