পুনেতেই হচ্ছে ভারত-ইংল‍্যান্ড একদিনের ম‍্যাচ

0
3

জল্পনা কাটিয়ে শেষমেশ পুনেতে হতে চলেছে ভারত-ইংল‍্যান্ড( india vs england) একদিনের ম‍্যাচ। মহারাষ্ট্রে করোনার ( corona) প্রকোপ বেড়ে যাওয়ায়, পুনে থেকে সিরিজ সরিয়ে নেওয়ার কথা ভাবা হচ্ছিল। কিন্তু রবিবার বোর্ডের ( bcci)তরফ থেকে জানিয়ে দেওয়া হল পুনেতেই হচ্ছে ভারত-ইংল‍্যান্ড একদিনের সিরিজ। তবে ভারত ও ইংল্যান্ডের মধ্যে তিনটি একদিনের ম্যাচ পুণেতে ফাঁকা গ্যালারিতে হবে বলে জানাল হল।

মবারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ)( MCA) সভাপতি বিকাশ কাকাতকার ও গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মিলিন্দ নাভরেকার এদিন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং পর্যটন মন্ত্রী আদিত্য ঠাকরের সঙ্গে দেখা করেন। বৈঠকের পরেই সিদ্ধান্ত নেওয়া হয় ফাঁকা গ্যালারিতে একদিনের ম্যাচগুলি হবে।

এদিন এমসিএ-র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, “মুখ্যমন্ত্রী আমাদের ম্যাচ করার অনুমতি দিয়েছেন। তবে যাবতীয় সুরক্ষাবিধি মেনে ম্যাচ আয়োজন করার জন্য উনি নির্দেশ দিয়েছেন। বিশেষ করে ক্রিকেটার, আম্পায়ার এবং সংশ্লিষ্ট অন্যদের জন্য যাবতীয় সুরক্ষার ব্যবস্থা করতে হবে।”

আরও পড়ুন:আস্থা লালেই, ব্রিগেডের টানে গুজরাট থেকে কলকাতায় পরিযায়ী শ্রমিক

Advt