আইসিসি( icc) টেস্ট র্যাঙ্কিং ব্যাটিং এ আট নম্বরে উঠে এলেন রোহিত শর্মা( rohit sharma)। সদ্য প্রকাশিত আইসিসি টেস্ট র্যাঙ্কিং এ অষ্টম স্থানে রয়েছেন ভারতের হিট ম্যান। পঞ্চম স্থানে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি(virat kohli)।

রবিবার প্রকাশিত হল আইসিস টেস্ট ব্যাটিং র্যাঙ্কিং। যেখানে ৯১৯ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন কেন উইলিয়ামসন। দুই নম্বরে আছেন স্টিভ স্মিথ। ৮৯১ পয়েন্ট তাঁর। ৮৭৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন লাবুশানে।
বোলারদের মধ্যে ৯০৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন প্যাট কামিন্স। ৮২৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছেন ভারতের রবীচন্দ্রন অশ্বিন। নয় নম্বরে আছেন যশপ্রীত বুমরাহ।
অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে আছে জেসন হোল্ডার। দুই নম্বরে আছেন রবীন্দ্র জাডেজা। ৫ নম্বরে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।
আরও পড়ুন:পুনেতেই হচ্ছে ভারত-ইংল্যান্ড একদিনের ম্যাচ







































































































































