বিজয় হাজারে ট্রফির নকআউট পর্বের খেলা হতে চলেছে রাজধানীতে

0
4

রাজধানীতে ফিরতে চলেছে ক্রিকেট(cricket)। চলতি বছর বিজয় হাজারে ট্রফির ( vijay hazare trophy) নকআউট পর্বের খেলা হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম এবং পালাম মাঠে। আগামী ৭ মার্চ থেকে শুরু হবে নকআউট পর্বের খেলা। এ বিষয়ে সমস্ত রাজ্য সংস্থাকে চিঠি পাঠিয়ে দিয়েছে বিসিসিআই( bcci)।

ভারতের ছ’টি কেন্দ্রে জৈব সুরক্ষা বলয়ে খেলা হচ্ছে বিজয় হজারে ট্রফির। দিল্লির দুটি কেন্দ্রে ক্রিকেটারদের জন্য জৈব সুরক্ষা বলয় গড়ে তোলা হবে।

বোর্ডের সূচি অনুযায়ী, প্রি-কোয়ার্টার ফাইনাল খেলা হবে ৭ মার্চ। ৮ এবং ৯ মার্চ হবে কোয়ার্টার ফাইনালের খেলা। দুটি সেমিফাইনাল খেলা হবে ১১ মার্চ। ১৪ মার্চ হবে ফাইনাল ম‍্যাচ।

আরও পড়ুন:করোনার কারণে পুনে থেকে সরতে পারে বিরাটদের ম‍্যাচ

Advt