বৌদিকে নিয়ে পালিয়ে বিয়ের ৩৬ বছর পর আটক দম্পতি

0
2

ফেনীর সোনাগাজীতে বৌদিকে  নিয়ে পালিয়ে বিয়ের ঘটনার মামলায় ৩৬ বছর পর সেই দম্পতিকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার সোনাগাজী মডেল থানা পুলিশের একটি দল চট্টগ্রামের আকবর শাহ থানার সিটিগেট এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

পুলিশ জানায়, ১৯৮৫ সালে নাছির উদ্দিন (৬০) ও তার ভাই মাহবুবের রহমানের স্ত্রী পেয়ারা বেগম (৫০) পালিয়ে বিয়ে করেন। ঘটনার পর রহমান তার ভাই ও স্ত্রীর নামে প্রতারণা মামলা দায়ের করেন। বিয়ের পর নাছির উদ্দিন ও পেয়ারা বেগম চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় কাটিয়েছেন। সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম পলাশ জানান, গোপন সূত্রে খবর পেয়ে, নাছির-পেয়ারা দম্পতিকে বৃহস্পতিবার চট্টগ্রামের আকবর শাহ থানার সিটিগেট এলাকা থেকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন- ভোটের মাঝেই মেয়াদ শেষ সুনীল আরোরার!

Advt