ভোটের মাঝেই মেয়াদ শেষ সুনীল আরোরার!

0
3

দেশের ৪ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই পাঁচ রাজ্যের ভোটপর্বের মধ্যেই মেয়াদ শেষ হতে চলেছে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরার। এপ্রিলের ১৩ তারিখে কর্মজীবনের মেয়াদ শেষ হবে সুনীল আরোরার। যদিও এখনও পর্যন্ত সুনীল আরোরার মেয়াদ বৃদ্ধি নিয়ে কিছু শোনা যায়নি। সূত্রের খবর, তা নিয়ে আলোচনা চলছে। যদি তেমনটা না হয় সেক্ষেত্রে ভোট পর্বের মাঝেই নতুন মুখ্য নির্বাচন কমিশনারকে আনা হতে পারে। নাম উঠে আসছে সুশীল চন্দ্রর। বর্তমানে তিনি নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন।

২০১৮ সালের ২ ডিসেম্বর দেশের নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার পদে বসেন সুনীল আরোরা। তাঁর উপস্থিতিতেই ১৯-এর লোকসভা নির্বাচন হয়েছে। কড়া নজরদারিতে ভোট সামলানোর রেকর্ড তাঁর রয়েছে। এরইমধ্যে চার রাজ্য, এক কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটের আবহে তাঁর অবসর নেওয়ার কথা। যদিও নির্বাচন কমিশন ভোট চলাকালীন মুখ্য নির্বাচন কমিশনার বদল নিয়ে খুব একটা চিন্তিত নয়। উল্টে কমিশন সূত্রে খবর, গোটা বিষয়টি তারা খুব স্বাভাবিক প্রক্রিয়া হিসাবেই দেখছে।

আরও পড়ুন- ২৯৪ কেন্দ্রে কবে কোথায় ভোট? দেখে নিন একনজরে

Advt