মেচেদার মন্দিরে কীর্তন-আরতি শুভেন্দুর

0
1

ভোটের আগে মিটিং-মিছিলের পাশাপাশি জনসংযোগে কখনও চা চক্র, কখনো সাধারণ বাড়িতে মধ্যাহ্নভোজ, আবার কখনও পুজো-পাঠে দেখা যাচ্ছে রাজনৈতিক নেতাদের। শনিবার, পরনে হলুদ পাঞ্জাবী, গলায় লাল গোলাপের মালা আর হাতে খঞ্জনি নিয়ে মেচেদার ইস্কন মন্দিরে দেখা গেল বিজেপি (Bjp) নেতা শুভেন্দু অধিকারীকে (Shubhendu Adhikari)। কীর্তন দলের সঙ্গে গলাও মেলানেন তিনি। শনিবার, বেলা ১২টা নাগাদ মেচেদার (Iskon) ইস্কন মন্দিরে যান শুভেন্দু। পুজো দেওয়ার পাশাপাশি মন্দিরের চাতালে বসে কীর্তন করতে দেখা যায় তাঁকে। এরপর আরতিও করেন বিজেপি নেতা।

মেচেদা থেকে সোজা হুগলির (Hoogli) ডানকুনিতে যান শুভেন্দু। বিকেলে সেখানে একটি জনসভা করেন।

বিজেপি সূত্রে খবর, রাজ্য কমিটিতে নাম থাকছে শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajiv Banerjee), বৈশালী ডালমিয়া (Boishali Dalmia), প্রবীর ঘোষাল (Prabir Ghosal), রথীন চক্রবর্তী (Rathin Chakraborty), সুনীল সিংদের। রাজনৈতিক মহলের মতে, জনসংযোগের জন্যেই সাধারণ মানুষের সঙ্গে মিশে কখনো মন্দিরে পুজো, কখনো পরিবর্তন যাত্রা, আবার কখনো কীর্তনের আসর উপস্থিত হচ্ছেন শুভেন্দু।

আরও পড়ুন- বাইডেনের মন বুঝেই ভারতের প্রতি সুর নরম চিন-পাকিস্তানের

Advt