বাগুইআটির জোড়ামন্দিরে বিজেপির পরিবর্তন যাত্রা ভেস্তে গেল ।পুলিশের বাধায় তুমুল বচসার পরও এগোল না মিছিল। প্রতিবাদে ভিআইপি রোড অবরোধ করলেন বিজেপি কর্মীরা। অবরোধের জেরে রাস্তার দু দিকের লেন আটকে যায়। ভিআইপি রোডে দেখা দেয় তুমুল যানজট। অনুমতি না থাকায় আটকানো হয়েছে পরিবর্তন যাত্রা, দাবি পুলিশের।
যদিও বিজেপি কর্মীদের দাবি, অনুমতি নিয়েই মিছিল করা হচ্ছিল ।এটা ঘোষিত কর্মসূচি । তবু পুলিশ আটকিয়েছে। পুলিশের তরফ থেকে এই দাবি নস্যাৎ করা হয়েছে ।




































































































































