মুর্শিদাবাদ ও কেরল থেকে আল কায়দা সন্দেহে গ্রেফতার ১১ জনকে চার্জশিট পেশ

0
2

মুর্শিদাবাদ এবং কেরল থেকে আল কায়দা জঙ্গি সন্দেহে গ্রেফতার ১১ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ(NIA)। শুক্রবার নয়াদিল্লির বিশেষ এনআইএ আদালতে ওই চার্জশিট পেশ করা হয়েছে। এনআইএ-র দাবি, রাজধানী দিল্লি-সহ দেশ জুড়ে জঙ্গি হামলার ছক কষেছিল ধৃতরা। তাঁরা আরও জানিয়েছেন, তদন্তের পর জানা গিয়েছে যে ধৃত মুর্শিদের নেতৃত্বে দেশের বিভিন্ন প্রান্তে নাশকতার করার ষড়যন্ত্র করেছিলেন ধৃতরা। পাকিস্তান এবং বাংলাদেশে আল কায়দার জঙ্গিদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ ছিল মুর্শিদের। সেখান থেকে জেহাদি কার্যকলাপের নির্দেশ পেতেন তিনি এবং তাঁর সঙ্গীরা।

নাশকতার ছক বানচাল করে গত বছরের সেপ্টেম্বরে মুর্শিদাবাদের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় এনআইএ। সেই সূত্র ধরেই মুর্শিদাবাদ থেকে ৬ জন ও কেরল থেকে ৩ জনকে গ্রেফতার করে এনআইএ।  কেন্দ্রীয় গোয়েন্দারা জানিয়েছেন, ধৃতরা হলেন মুর্শিদ হাসান ওরফে সাদিক, মোশারফ হোসেন, মইনুল মণ্ডল, লিউ ইয়ান আহমেদ ওরফে লিওন, নাজমুস সাকিব, ইয়াকুব বিশ্বাস, সামিম আনসারি, আবু সুফিয়ান, আতিউর রহমান, আল মামুন কামাল এবং আব্দুল মোমিন মণ্ডল। এনআইএ-র দাবি, আল কায়দার জেহাদি মন্ত্রে অনুপ্রাণিত ওই জঙ্গি সংগঠনের ভারতীয় শাখা ‘কায়দাতুল জিহাদ’ বা ‘আল কায়দা ইন সাবকন্টিনেন্ট’-এর সক্রিয় সদস্য এই ১১ জন।

Advt