শনিবার থেকে দেশে শুরু হচ্ছে ‘ইন্ডিয়া টয় ফেয়ার ২০২১'(India toy fair 2021) বা খেলনা মেলা। এদিন সেই অনুষ্ঠানের ভার্চুয়াল উদ্বোধনে উপস্থিত হয়ে শৈশবে ফিরে গেলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। জানালেন বর্তমান জামানার বিদেশি খেলনা নয়, আর পাঁচটা সাধারণ শিশুর মতো তারও ছোটবেলা কেটেছে লাট্টু, লুডুর মতো দেশীয় খেলনা দিয়ে। পাশাপাশি আত্মনির্ভর ভারতে প্লাস্টিক নয় পরিবেশ বান্ধব দেশীয় খেলনা প্রস্তুতের আবেদন জানান প্রধানমন্ত্রী(Prime Minister)।
শনিবার খেলনা মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এক হাজারেরও বেশি খেলনা প্রস্তুতকারী ব্যবসায়ী। সেখানেই প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের বলছি, এমন খেলনা তৈরি করুন যা পরিবেশ ও মনস্তত্ব-উভয়ের পক্ষেই উপকারী। প্ল্যাস্টিকের খেলনার ব্যবহার যথাসম্ভব কমিয়ে এর পরিবর্তে পরিবেশবান্ধব খেলনা কি বানানো সম্ভব?’ একই সঙ্গে ভারতীয় খেলনার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতীয় খেলনা কেবল শিশুদের মনোরঞ্জনই করে না, একইসঙ্গে বিজ্ঞানের দুনিয়ায় প্রবেশ করতেও সাহায্য করে।’
নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘লাট্টু আমাদের মধ্যাকর্ষণ শক্তি সম্পর্কে শেখায়। তেমনই গুলতি আমাদের গতি সম্পর্কে শেখায়। সদ্যোজাতদের শক্তি সম্পর্কে শেখায় ঝুনঝুনা। যেই খেলনাগুলিতে ধাঁধা থাকে, তা শিশুদের সুচিন্তিতভাবে সমস্যা সমাধান সম্পর্কে ভাবতে সাহায্য করে।’ তার কথায়, ‘দেশের যে খেলনাগুলি তৈরি হয়, তার অধিকাংশই সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব উপকরণ দিয়েই তৈরি হয়। এমনকি খেলনাগুলিতে যে রং ব্যবহার হয়, তাও শিশুদের জন্য নিরাপদ।’
আরও পড়ুন:ফের বিজ্ঞপ্তি বাতিল, নিয়োগ প্রক্রিয়া স্থগিত হলেও বেতন বন্ধ হবে না প্রাথমিক শিক্ষকদের
একই সঙ্গে খেলনা মেলার গুরুত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘এই মেলা শুধুমাত্র দেশের ব্যবসায়ী ও অর্থনীতিকে সাহায্য করবে না বহুৎ পুরনো খেলাধুলার ঐতিহ্যকে এটি বাঁচিয়ে রাখবে।’তার কথায়, আমাদের দেশে মহেঞ্জোদারো ও সিন্ধু সভ্যতার ওপর গবেষণা করে খেলনা তৈরি হয়েছে। গোটা বিশ্বে বহুল প্রচলিত দাবা ভারতের আবিষ্কার। তখন এদিকে ‘চতুরঙ্গ’ বলা হত। তৎকালীন সময়ে লুডু খেলার নাম ছিল পচিসি। পাশাপাশি ভারতে খেলনা শিল্পের শ্রীবৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে দাবি করে তিনি জানান, আত্মনির্ভর ভারত ক্যাম্পেনের মাধ্যমে এই ক্ষেত্রটিকে আরও জোরদার ভাবে তুলে ধরা হবে।





































































































































