ব্রিগেডে আসছেন না বুদ্ধদেব, লিখিত বার্তাতেই চাঙ্গা সিপিএম!

0
2

স্বয়ং বুদ্ধদেব ভট্টাচার্য ব্রিগেডে আসার ইচ্ছে প্রকাশ করেছিলেন। আর তাই আলিমুদ্দিন ষ্ট্রিটের নেতারাও নড়েচড়ে বসেছিলেন । অপেক্ষায় ছিলেন চিকিৎকের সবুজ সঙ্কেতের ।কিন্তু শনিবার জানা গিয়েছে, বুদ্ধদেবের বর্তমান শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেই তাঁকে সমাবেশে আসতে দিতে রাজি হচ্ছেন না চিকিৎকরা।
ব্রিগেডে বুদ্ধবাবু কে আসার অনুমতি চিকিৎসকেরা না দেওয়ায়, সমর্থকদের কথা ভেবে অডিও বার্তা অথবা লিখিত বিবৃতিতে তিনি বক্তব্য রাখবেন। তবে এখনও বেশিক্ষণ কথা বলতে গেলে হাপিয়ে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেই কারণে বিবৃতি আসার সম্ভাবনা বেশি। সে দিক থেকে বুদ্ধবাবু উপস্থিতি কোনও না কোনও ভাবে থাকবে ব্রিগেডে। সিপিএম সূত্রে এমনই খবর।

মুজফ্ফর আহমেদ ভবন সূত্রে জানা যাচ্ছে, অসুস্থতার কারণেই তাঁর ভার্চুয়াল উপস্থিতিও সম্ভব হবে না।
সিপিএমের কেন্দ্রীয় কমিটির এক নেতা বলেছেন , বুদ্ধদা এখনও আমাদের তথা দেশের বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছে ‘আইকনিক লিডার’। অবশ্যই তিনি সমাবেশে এলে আমাদের মনোবল বাড়ত। কিন্তু তাঁর লিখিত বার্তাও আমাদের কাছে অনেক মূল্যবান।

বুদ্ধদেব ভট্টাচার্যের বার্তা

ব্রিগেড সমাবেশ নিয়ে বিভিন্নভাবে খবরাখবর নেওয়ার চেষ্টা করছি। শুনে বুঝতে পারছি বহু মানুষ সমাবেশে আসবেন এবং অনেকে এসে গেছেন। বড় সমাবেশ হবে। এরকম একটা বৃহৎ সমাবেশে যেতে না পারার মানসিক যন্ত্রণা বোঝানো যাবে না। মাঠে ময়দানে কমরেডরা লড়াই করছেন আর আমি শারীরিক অসুস্থতা নিয়ে ডাক্তারবাবুদের পরামর্শ মেনে চলেছি। ময়দানে মিটিং চলছে আর আমি গৃহবন্দী যা কোনদিন কল্পনাও করতে পারিনি। সমাবেশের সাফল্য কামনা করছি।
বুদ্ধদেব ভট্টাচার্য
২৭ফেব্রুয়ারি, ২০২১