বিজয় হাজারে ট্রফিতে জয়ে ফিরল বাংলা

0
1

বিজয় হাজারে ট্রফিতে( vijay hajare trophy) অবশেষে জয়ে ফিরল বাংলা( bengal)। শনিবার তারা ৮২ রানে হারাল জম্মু কাশ্মীরকে( jammu and kashmir)। বাংলার হয়ে দুরন্ত ব‍্যাটিং অভিমুন‍্য ইশ্বরন এবং অধিনায়ক অনুষ্টুপ মজুমদারের। ৪ উইকেট অর্ণব নন্দীর।

শনিবার প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৬৮ করে অনুষ্টুপ মজুমদারের দল। বাংলার হয়ে দুরন্ত ব‍্যাটিং অভিমুন‍্য ইশ্বরনের। ৯৯ রান করেন তিনি। অধিনায়ক অনুষ্টুপ মজুমদার করেন ৯২ রান। ৫৫ রান করেন ঋত্বিক চৌধুরী। ৪২ রান করেন কাইফ আহমেদ। ৪৮ রান করেন শাহবাজ আহমেদ। জম্মু কাশ্মীরের হয়ে ২ উইকেট নেন মুজতাবা উইসুফ।

জবাবে ব‍্যাট করতে নেমে ২৮৬ রানে গুটিয়ে যায় জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরের হয়ে ৬৮ রান করেন আবিদ মুস্তাক। বাংলার হয়ে ৪ উইকেট নেন অর্ণব নন্দী। ২ টি উইকেট নেন মুকেশ কুমার। একটি করে উইকেট নেন ঈশান পোড়েল এবং শাহবাজ আহমেদ।

এই জয় পেয়ে খুশি বাংলার অধিনায়ক অনুষ্টুপ মজুমদার। তবে ম‍্যাচ শেষে এদিন ৯৯ রান করা অভিমূন‍্য ইশ্বরন বলেন,” আমরা দারুণ জয় পেয়েছি। দল ভাল প‍্যারফমেন্স করেছে। পরের ম‍্যাচে আশা করি আমরা জিতব।

আরও পড়ুন:বিরাটের অধীনে খেলতে মুখিয়ে সূর্যকুমার

Advt