শুক্রবার ঘোষণা হয়েছে বাংলায় (bengal) আটদফা বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট। তার ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্য পুলিশের শীর্ষ স্তরে বদল করল নির্বাচন কমিশন (election commission)। কমিশন নিযুক্ত বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে রাজ্যে আসার আগেই শনিবার পশ্চিমবঙ্গের এডিজি-আইনশৃঙ্খলা (ADG law and order) জাভেদ শামিমকে (zaved shamim) সরিয়ে দিল নির্বাচন কমিশন। কিছুদিন আগেই তাঁকে ওই পদে বসিয়েছিল রাজ্য সরকার। জাভেদ শামিমের জায়গায় নতুন এডিজি- আইনশৃঙ্খলা হয়েছেন দমকল বিভাগের ডিজি জগমোহন (jagmohan)। অন্যদিকে জগমোহনের জায়গায় নতুন ডিজি দমকল হয়েছেন জাভেদ শামিম।