অনলাইনে যৌন নির্যাতনের শিকার ৩৬% নাবালিকা! 

খায়রুল আলম, ঢাকা

0
2

অনলাইনে ৩৬ শতাংশের বেশি নাবালিকা বন্ধুদের দ্বারা যৌন নির্যাতনের শিকার। ২৭ শতাংশের বেশি নাবালিকা পরিচিত প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও আত্মীয় এবং ১৮ শতাংশ অপরিচিত প্রাপ্তবয়স্ক ব্যক্তি দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়। ঢাকা ও সাতক্ষীরায় ১৭৮ শিশুর ওপর বেসরকারি সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) পরিচালিত এক সমীক্ষা চালিয়ে এই তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার ‘অনলাইনে শিশুদের ওপর যৌন নির্যাতন প্রতিরোধে পরিস্থিতি বিশ্নেষণ ও আইনি পর্যালোচনা’ সভায় এই তথ্যটি প্রকাশ করা হয়।

ভার্চুয়াল সভায় বলা হয়, সমীক্ষায় অংশ নেওয়া শিশুদের মধ্যে ৮২ জন ছেলে ও ৯৬ জন নাবালিকা ছিল। ৮ শতাংশের বেশি নাবালিকা অনলাইনে যৌন শোষণ, হয়রানি এবং নির্যাতনের শিকার হয়েছে। সাইবার বুলিং ও যৌন আবেদনমূলক কনটেন্টের মুখোমুখি হয়েছে প্রায় ৮ শতাংশ শিশু। ২৩ শতাংশ নাবালিকা যৌন কনটেন্টের মুখোমুখি হয়েছে। ৪৬ শতাংশ অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব পেয়েছে। সভায় বলা হয়, করোনাকালে শিশুদের দিনের অধিকাংশ সময় কাটাতে হচ্ছে অনলাইন স্কুলে। হোমওয়ার্ক, খেলাধুলা বা বিনোদনের ব্যবস্থা হয়ে পড়েছে অনলাইনভিত্তিক। ফলে শিশুরা আরও বেশি হয়রানি বা নির্যাতনের শিকার হচ্ছে বা ঝুঁকিতে পড়ে যাচ্ছে।

আরও পড়ুন-দলিতদের খুনিরাই বলছে দলিতদের নাগরিকত্ব দেবে! বিজেপিকে কটাক্ষ ব্রাত্যর

Advt