কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথীর ব্যাখ্যা দিলেন কুণাল । কটাক্ষ করলেন বিজেপির প্রতিশ্রুতির।মমতার রান্নাঘর থেকে বাতিলদের নিয়েই বিজেপির রান্নাঘর। এদিন পেট্রল ও ডিজেলের দাম বৃদ্ধি নিয়েও সরব হন তিনি । রাম রাজ্যে সীতার পরিণতি নিয়েও কটাক্ষ কুণালের। কৃষক আন্দোলন কেন সমাধান করতে পারছে না বিজেপি, সেই প্রশ্নও তোলেন কুণাল ।
খারাপ ভুল মিলিয়েই সরকার কাজ, অকপট স্বীকারোক্তি তার। যারা সব পেয়েও সুবিধাবাদী তাদের তোপ দাগেন কুণাল । তার একটাই বক্তব্য, বাংলায় মানুষ দিদিকে চায়। সেটা এতদিন মানুষ বুঝেছেন, আগামী দিনেও বুঝবেন ।
তিনি বলেন, রাজ্যে উন্নয়নের বার্তা দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্প চালু করছেন। আর পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করে সাধারণ মানুষকে সংকটে ফেলেছে মোদি সরকার।