তৃতীয় টেস্টে( 3rd test) হারের পর হতাশ ইংল্যান্ড অধিনায়ক( england captain ) জো রুট (joe root) । তবে এই হার নিয়ে বেশি কাটাছেঁড়া করতে নারাজ রুট। ভারতের কাছে ১০ উইকেটের হারের কোন অজুহাত দিতে চাননা ইংল্যান্ড অধিনায়ক।

এদিন তিনি বলেন,” আমরা প্রথমে টসে জিতে ব্যাট করলেও সুযোগটা কাজে লাগাতে পারিনি। ২৫০ রানের কাছাকাছি করা উচিত ছিল তবেই সেটা ভাল স্কোর হতে পারত।”
৪ মার্চ ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট। সেই টেস্টে দলে বেশ কিছু পরিবর্তন হতে পারে বলে ইঙ্গিত দিলেন রুট। চতুর্থ টেস্টে দল নিয়ে এদিন তিনি বলেন, “আমরা চাই শেষ ম্যাচে কিছু নতুন ভাল ব্যাটসম্যানকে খেলাতে, যারা বড় রান করতে পারে। এই ম্যাচ নিয়ে পর্যালোচনা করতে চাই না।”
আরও পড়ুন:মোতেরার পিচ নিয়ে মুখ খুললেন রোহিত







































































































































