করোনার জেরে পরীক্ষা হয়নি, সরকারি হাসপাতালে ইন্টার্ন সংকট

0
2

প্রতি বছর জানুয়ারিতে এমবিবিএস পার্ট টু (MBBS part 2)পরীক্ষা হয়। পরীক্ষা শেষে শেষে এক বছরের জন্য ইন্টার্ন (one year internship) by হিসাবে যোগ দেন চিকিৎসক ছাত্র- ছাত্রীরা। করোনার কারণে (covid situation)এ বছর নির্দিষ্ট সময়ে সেই পরীক্ষা নেওয়া যায়নি। ১০ এপ্রিলের আগে তাঁদের পরীক্ষা শেষ‌ হবে না। এদিকে গত বছর যে দু’হাজার ছাত্রছাত্রী ইন্টার্ন হিসাবে মেডিক্যাল কলেজগুলিতে কাজ করছিলেন, ১ মার্চ তাঁদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। মে মাসের‌ প্রথম সপ্তাহের আগে নতুন ইন্টার্ন পাওয়া যাবে না। স্বাভাবিক ভাবে, ভোটের মুখে মার্চ-এপ্রিল, এই দু’মাস রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে নিরবিচ্ছিন্ন চিকিৎসা পরিষেবা দেওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে।

 

Advt