ব্রিগেডের সভায় থাকছেন আব্বাস সিদ্দিকি। সিপিএমের সঙ্গে চূড়ান্ত হয়ে গিয়েছে আসন রফা। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিটি কর্মীকেই ব্রিগেড সমাবেশে যোগ দিতে আহ্বান জানিয়েছেন সিদ্দিকি। ২৮শের বক্তা তালিকাতেও থাকছে তাঁর নাম। তবে বামেদের সঙ্গে আসন রফা চূড়ান্ত হলেও কংগ্রেসের সঙ্গে এখনও চূড়ান্ত নয় বলে শুক্রবার ক্ষোভ প্রকাশ করেছেন আব্বাস সিদ্দিকি।
জানা গিয়েছে, সিপিএমের সঙ্গে ৩০ আসনে রফা হয়েছে আব্বাসের। এর মধ্যে ফরওয়ার্ড ব্লক চারটি আসন, CPI এবং RSP দু’টি করে আসন ছাড়বে। বাকি আসনগুলি ছাড়বে সিপিএম। তবে সিপিএমের সঙ্গে আসন রফা চূড়ান্ত হলেও কংগ্রেসের (Congress) সঙ্গে আইএসএফ-এর রফা এখনও চূড়ান্ত হয়নি। শুক্রবার ফুরফুরা শরিফে সাংবাদিক বৈঠকে আব্বাস সিদ্দিকি বলেন, বামেদের সঙ্গে আসন সমঝোতা সম্পূর্ণ হয়েছে। কংগ্রেসের সঙ্গে কথাবার্তা চলছে। বিষয়টি তাড়াতাড়ি মিটিয়ে ফেলতে বৃহস্পতিবার কংগ্রেসকে তিনি একটি চিঠি লিখেছেন বলে জানান। তিনি আশাবাদী সমস্ত বাধা কাটিয়ে ঐক্যবদ্ধভাবে জোট লড়বে। কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মধ্যে ইতিমধ্যেই বেশ কয়েক দফার বৈঠক হলেও চূড়ান্ত সমঝোতা হয়নি। সূত্রের খবর, মূলত অধীর চৌধুরীর আপত্তিতেই তাদের সঙ্গে আসন সমঝোতা সম্পূর্ণ হয়নি ।
আরও পড়ুন-আগামী সপ্তাহে একত্রে বঙ্গ সফরের সম্ভাবনা যোগী আদিত্যনাথ ও অমিত শাহের
জোটে জট মেটাতেই শহরে আসছেন অধীররঞ্জন চৌধুরী। শনিবার তিন জোট শরিকের মধ্যে দফায় দফায় বৈঠক হবে। প্রথমে বাম এবং কংগ্রেস দ্বিপাক্ষিক বৈঠক হবে। পরে তিন শরিক বসবে এক টেবিলে। ২৮শের ব্রিগেড সমাবেশের আগেই জোটের ছবি স্পষ্ট করে নিতে চায় সব শিবিরই।







































































































































