বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার (J P Nadda) পরিবর্তন যাত্রা (Parivartan Yatra) নিয়ে চরম জটিলতা। আইন-শৃঙ্খলার (Law and Order) অবনতি ঘটতে পারে, সেই আশঙ্কা থেকে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে (Barrackpur) বিজেপির পরিবর্তনযাত্রায় আপত্তি পুলিশের (Police)। বিজেপির পরিবর্তনযাত্রায় অনুমতি দিল (No Permissions) না ব্যারাকপুর পুলিশ। ঘোষপাড়া দিয়ে পরিবর্তন যাত্রায় আপত্তি পুলিশ-প্রশাসনের। পরিবর্তন যাত্রা স্থগিত রেখে আদালতের পথে বিজেপি।
https://youtu.be/-ZE9J0-bVXo

ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং জানালেন, ”পরিবর্তন যাত্রায় কোনও বদল ঘটবে না। নির্ধারিত কর্মসুচি অনুযায়ী পরিবর্তন যাত্রা হবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভূমি ঘুরে, নৈহাটির যাদুঘর পরিদর্শন করবেন জে পি নাড্ডা। এরপর জুট মিল কর্মীর বাড়িতে দুপুরের খাবার খেয়ে, ব্যারাকপুরের আনন্দপুরী জনসভায় বক্তব্য রাখবেন তিনি।”
উল্লেখ্য, ঘোষপাড়া দিয়ে বেরোনোর কথা ছিল পরিবর্তন যাত্রার। তবে পুলিশি অনুমতি দেয়নি পুলিশ। তাই আদালতে যাওয়ার পাশাপাশি পরিবর্তন যাত্রার পথ বদলেরও ভাবনাচিন্তা চলছে। বৈঠকে বসেছেন বিজেপির দলীয় কর্মীরা।






































































































































