জুটমিল কর্মী দেবনাথ যাদবের বাড়ি গিয়ে পাত পেড়ে ভাত খেলেন নাড্ডা

0
1

একুশের নির্বাচনে নবান্ন দখলের লড়াইয়ে কোমর বেঁধে মাঠে নেমেছে গেরুয়া শিবির। আর সেই লক্ষ্যে বৃহস্পতিবার ফের একবার রাজ্য সফরে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা(JP Nadda)। এদিন দুপুরে নৈহাটিতে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের(Bankim Chandra chattopadhyay) বাড়ি পরিদর্শন ও তাঁর মূর্তিতে মাল্যদান করার পর একেবারে সিডিউল মেনে মধ্যাহ্নভোজের রাজনীতিতে নেমে পড়লেন নাড্ডা। খাঁটি বাঙালি মেনুতে জুটমিল কর্মী দেবনাথ যাদবের বাড়ি গিয়ে পাত পেড়ে ভাত খেলেন তিনি। জেপি নাড্ডার সঙ্গে এদিন আসন পেতে ভাত খেতে দেখা গেল রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ(JP nadda), কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়(Kailash Vijayvargiya) ও সাংসদ অর্জুন সিংয়ের(Arjun Singh) মতো নেতৃত্বদের।

আরও পড়ুন:আসল বিরসা মুন্ডার মূর্তিতে মালা দিয়ে জঙ্গলমহল সফর শুরু কুণালের, লালমাটির দেশে মানুষের ঢল

বঙ্গ রাজনীতির ময়দানে একাধিক ইস্যুকে হাতিয়ার করে মাঠে নেমেছে বিজেপি শিবির। তার মধ্যে অন্যতম রাজ্যের বন্ধ হয়ে যাওয়া শিল্পগুলি। ফলস্বরূপ বন্ধ জুটমিলকে হাতিয়ার করে ‘আমি তোমাদেরই লোক’ এই বার্তা দিতেই জুটমিল কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ করলেন নাড্ডা। নিরামিষাশী জেপি নাড্ডাকে এদিন যাদব পরিবার অভ্যর্থনা জানালো একেবারে খাঁটি বাঙালি খাবারের সঙ্গে। মেনুতে ছিল ভাত, ডাল, দুই রকম সবজি, চাটনি, পাঁপড় এবং মিষ্টি। বেশ তৃপ্তি করেই সঙ্গী-সাথীদের সঙ্গে নিয়ে যাদব বাড়িতে মধ্যাহ্নভোজ করেন নাড্ডা। খেতে বসে পরিবারের সদস্যদের সঙ্গে খোশমেজাজে গল্প করতো দেখা যায় তাঁকে। খাওয়া-দাওয়া সেরে এরপর পরবর্তী কর্মসূচির জন্য বেরিয়ে পড়েন নাড্ডা সহ বিজেপি নেতৃত্বরা।

Advt