মতুয়াদের খাসতালুক ঠাকুরনগরের সভা করে নাগরিকত্ব নিয়ে কেন্দ্রের মোদি সরকারকে তোপ তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Benarjee)। বৃহস্পতিবার, বিকেল পৌনে চারটে নাগাদ ঠাকুরবাড়ি সংলগ্ন মাঠে সভা করেন অভিষেক। আর সেখান থেকে সিএএ-এনআরসি (Caa-Nrc) নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন তিনি। অভিষেক বলেন, মতুয়াদের ভোটার কার্ড, আধার কার্ড সবই আছে। তাঁরা ভোট নিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করেন। গত লোকসভাতেও তাঁরা ভোট দিয়েছিলেন। তাই তাঁদের যদি অবৈধ বলে হয় তাহলে, তাঁদের ভোটে জয়ী হওয়া প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীও অবৈধ।
অভিষেকের অভিযোগ, নাগরিকত্বের নামে ভাঁওতা দিচ্ছে কেন্দ্রীয় সরকারয অমিত শাহ (Amit Shah) বলেছেন কোভিডে টিকাকরণের পরেই সিএএ- হবে। ভারতের জনসংখ্যা অনুযায়ী, করোনার টিকাকরণ শেষ হতে ৯ বছর লাগবে। তারপরে নাগরিকত্ব আইন চালু করার কথা ভাবছে কেন্দ্র। ভোটের আগে নাগরিকত্ব নিয়ে মতুয়াদের ভুল বোঝানো হচ্ছে।

তৃণমূলের অভিযোগ, অভিষেকের সভার দুদিন আগে মাঠে জল ঢেকে দেয় বিজেপি। এর উত্তরে এদিন কটাক্ষ করেন তৃণমূল (Tmc) সাংসদ। তিনি বলেন , “আমাকে আটকাতে হেলিপ্যাডে জল ঢেলে দিয়েছিল। জল ঢেলে আমাকে আটকাতে যাবে না। আমি বাংলার ভূমিপুত্র, বহিরাগত নই।“ এরপরেই তিনি বলেন, বহিরাগতদের ঝেটিয়ে বিদায় করতে হবে। গণতান্ত্রিক উপায়ে জবাব দেবে বাংলা।
আরও পড়ুন:ভয়াবহ আগুন লেক গার্ডেন্সে, ভস্মীভূত বেশ কিছু বাড়ি
এদিন, ঠাকুরনগরে অভিষেক সভায় ভিড় উপচে পড়ে। এই লোকসভা কেন্দ্র থেকেই ২০১৯-এ লোকসভা নির্বাচনে জয় পেয়েছে বিজেপি। কিন্তু এদিনের সভা দেখে সেটা বোঝার উপায় নেই। সভার মাঠ সংলগ্ন বাড়ির ছাদও ছিল পরিপূর্ণ।





































































































































