কলকাতা বিশ্ববিদ্যালয়ে ‘টুম্পা সোনা’ নাচে শিক্ষামন্ত্রীর কাছে দুঃখপ্রকাশ অভিযুক্তদের

0
3

ভাইরাল বাংলা গান ‘টুম্পা সোনা’-তে সরস্বতী পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় কলেজস্ট্রিট ক্যাম্পাসে পড়ুয়াদের উদ্দাম নাচ। পুজোর পরের দিন থেকেই সেই ভিডিও সোশ্যাল সাইটে ঝড়ের গতিতে ছড়িয়ে যাওয়ার পর থেকেই শুরু হয় বিতর্ক। শুধু তাই নয়, কলেজস্ট্রিট ক্যাম্পাসে এই ধরনের নাচের অনুষ্ঠান ঘিরে প্রশ্ন ওঠে অনুমতি কে বা কারা দিল এমন অনুষ্ঠানের জন্য, তা নিয়েও? গত সোমবার এই ঘটনার সঙ্গে যুক্ত ৫ জনকে দু’বছরের জন্য বিশ্ববিদ্যালয় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এবার অভিযুক্ত ৫ জন পড়ুয়া বুধবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) সঙ্গে দেখা করে দুঃখপ্রকাশ করেন। তাঁদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে দেখা করার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি জানিয়েছেন, ‘অভিযুক্তরা চিঠি দিয়েছেন। তা মুখ্যমন্ত্রী ও বিশ্ববিদ্যালয়কে পাঠিয়ে দেব। বিশ্ববিদ্যালয়ই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’

শিক্ষামন্ত্রী বলেন (Partha Chatterjee) ,’ কলেজ ক্যাম্পাসে পোস্টার বা নাচ-গান একেবারেই অনুচিত। অভিযুক্তরা দুঃখপ্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয় কোনও কিছুতে অসন্তুষ্ট হলে সেটা নিশ্চয়ই দেখতে হবে। আবার ছাত্র-ছাত্রীদের পঠনপাঠনে যাতে ব্যাঘাত না ঘটে তাও দেখা দরকার।’

আরও পড়ুন- অভিনব প্রতিবাদ মমতার! বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী নবান্ন যাবেন ইলেকট্রিক স্কুটিতে চড়ে, চালক ববি

Advt