কলেজে হাতির তাণ্ডব! বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ মেদিনীপুর ডে কলেজে ঢুকে পড়ে একটি হাতি। শুরু করে তাণ্ডব। কলেজ ক্যাম্পাসে কিভাবে ঢুকে পড়ল হাতিটি, তা নিয়েই উঠছে প্রশ্ন।
বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ হঠাৎই কলেজে ঢুকে পড়ে একটি হাতি। কলেজ ক্যাম্পাসে থাকা হস্টেলের ছাত্র-ছাত্রীরা প্রথম এই বিষয়টি লক্ষ্য করে। কিন্তু এখানে প্রশ্ন হল, ভর সন্ধ্যায় কিভাবে ওই হাতিটি কলেজে ঢুকে পড়ল? এই ঘটনার খবর পেয়ে, দ্রুত বন দফতরের কর্মীরা কলেজ মাঠে এসে হাতিটিকে সেখান থেকে সরানোর চেষ্টা শুরু করেন। তবে সন্ধ্যার সময় শহরে বুকে, এই প্রথম হাতি ঢুকে পড়ার ঘটনায় স্বভাবতই আতঙ্কিত শহরবাসী।
আরও পড়ুন- ত্বহা সিদ্দিকির সঙ্গে বৈঠক মমতার, ফুরফুরা শরিফের অনুষ্ঠানে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী
 
 
 
 
 
 
 





























































































































