?সেনসেক্স ৫২,০৩৯.৩১ (⬆️ ০.৫১%)
?নিফটি ১৫,০৯৭.৩৫ (⬆️ ০.৭৭%)
অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। একের পর এক রেকর্ড ভেঙে ৫২০০০-এর গণ্ডি পার করেছিল সেনসেক্স। তবে সেই আশায় জল ঢেলে সোমবার বড়সড় ধাক্কা খায় দালাল স্ট্রিট। প্রায় ১০০০ পয়েন্ট নামে সেনসেক্স সে ধাক্কা সামলিয়ে বুধবার ফের ঊর্ধ্বমুখী হয়ে ওঠে দেশের শেয়ারবাজার। সেই ধারা অব্যাহত রেখে বৃহস্পতিবার ফের ২৫৭ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ১১৫ পয়েন্ট।
আরও পড়ুন:আইনি জটিলতায় অনুপম হাজরা, কিন্তু কারণ কী?
বৃহস্পতিবার বাজার খোলার পর থেকে হুড়মুড়িয়ে বাড়তে শুরু করে সেনসেক্সের সূচকে। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় ২৫৭ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ২৫৭.৬২ পয়েন্ট বা ০.৫১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫২,০৩৯.৩১। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বুধবার ১১৫.৩৫ পয়েন্ট বা ০.৭৭ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৫,০৯৭.৩৫।