এবার নাম না করে ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকিকে (Abbas Siddiqui) ‘জাতির কুলাঙ্গার’ বলে কটাক্ষ সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী গিয়াসুদ্দিন মোল্লা (Giyasuddin Molla)। বুধবার, উস্তিতে ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ অনুষ্ঠানে যোগ দিয়ে মগরাহাট (Mograhat) পশ্চিমের বিধায়ক তথা সংখ্যালঘু উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা বলেন, “ভোট এলে শুধু বিজেপি লক্ষ লক্ষ টাকা খরচ করে মুসলমানদের ভোট পাওয়ার চেষ্টা করে। সমাজের কিছু ‘মীরজাফর’ বিজেপির (Bjp) সঙ্গে হাত মিলিয়ে আমাদের ক্ষতি করার চেষ্টা করবে। কিন্তু বাংলার জনগণ অতন্দ্র প্রহরীর মতো আমাদের সঙ্গেই থাকবেন”। তিনি বলেন, “বিহার নির্বাচনে এই মিম ভাইজানেরা বিজেপিকে সমর্থন দিয়েছিল। ওদের সামাজিক কোনো পরিচয় নেই, ওরা দু’মাসের দল”। এরপরই আব্বাসের নাম না করে গিয়াসউদ্দিন বলেন তাঁর মতে, “যে সমস্ত পীরজাদা রাজনীতি করে তারা মুসলমান জাতির কুলাঙ্গার। কারণ, পীরজাদাদের সম্মান দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ত্বহা সিদ্দিকি ছাড়াও অনেক পীরজাদা রয়েছেন, কিন্তু কেউ রাজনীতি করেন না। মুসলমান ধর্মে ইসলাম নিয়ে কেউ রাজনীতি করে না। ইসলাম সব ধর্মকে সম্মান দেয়। এ পীরজাদা সেই পীরজাদা নয়। এসে কী বলল তাতে কিছু যায় আসে না”।
এবারের বিধানসভা নির্বাচনে বাংলায় বিভিন্ন রাজনৈতিক সমীকরণ দেখা দিয়েছে। তার মধ্যে হায়দরাবাদের দল মিম সমর্থন করেছে পীরজাদা আব্বাস সিদ্দিকির গঠিত নতুন দলকে। আর তা নিয়ে কার্যত দ্বিধাবিভক্ত ফুরফুরা শরিফকে মান্যকারীরা। আব্বাস যতই তাঁর দিকে জনসমর্থনের দাবি করুন না কেন, তাঁর বিরুদ্ধে মতও যে যথেষ্ট আছে গিয়াসউদ্দিন মোল্লার মন্তব্যই তার প্রমাণ।
আরও পড়ুন- ‘ব্যাট হাতে’ ২০১৭-র ‘ভয়ঙ্কর খেলা’র কথা মনে করালেন অনুব্রত



































































































































