শরীরের তাপমাত্রা কত হলে ভোটাররা দিতে পারবেন ভোট? জানাল কমিশন

0
3

করোনাভাইরাসের সংক্রমণ ফের বাড়ছে দেশে। এই পরিস্থিতিতে দেশের ৪ টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন আসন্ন। ৪ টি রাজ্য হল পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল হল পন্ডিচেরি। করোনা আবহে ভোট হওয়ার কারণে কোভিড সতর্কতায় বেশ কিছু সিদ্ধান্ত নিল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)।

আরও পড়ুন-মহিলাদের আত্মহত্যা লাগামছাড়া, রুখতে ‘একাকিত্ব মন্ত্রী’ নিয়োগ করল জাপান

রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, শরীরের তাপমাত্রা ১০০.৪ ডিগ্রির বেশি হলে কোনও ভোটারকে সময়ের আগে বুথে ঢুকতে দেওয়া হবে না। তাঁকে অপেক্ষা করতে হবে। তাঁদের জন্য নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে সময়। শরীরের তাপমাত্রা কমলে বিকেল ৫টা থেকে ৬টার সময় ভোট দিতে পারবেন সেইসব ভোটাররা। তবে সেক্ষেত্রে সেইসব ভোটারদের আলাদা টোকেন ইস্যু করবে কমিশন। বাংলায় ভোটের দিন ঘোষণা হয়নি এখনও। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গে এই মুহুর্তে ২০ শতাংশ বুথ অতি স্পর্শকাতর। সেইসঙ্গে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মালদা ও মুর্শিদাবাদ জেলাকে স্পর্শকাতর জেলা হিসেবে চিহ্নিত করেছে রাজ্য নির্বাচন কমিশন।

Advt