বৃহস্পতিবার বিজয় হাজারে ট্রফির ( vijay hazare trophy )পরবর্তী ম্যাচে খেলতে নামছে বাংলা( bengal)। প্রতিপক্ষ সৌরাষ্ট্র( saurshtra)। সৌরাষ্ট্রের বিরুদ্ধে ৪ পয়েন্ট লক্ষ্য বাংলার অধিনায়ক অনুষ্টুপ মজুমদারের( anustup majumder)।

শেষ ম্যাচে চন্ডিগড়ের বিরুদ্ধে হারের মুখ দেখে বাংলা। কিন্তু সৌরাষ্ট্রের বিরুদ্ধে হার নয়, জয়কেই পাখির চোখ বাংলার কোচ অরুণ লালের। এদিন তিনি বলেন,” এটা আমাদের কাছে ডু অর ডাই ম্যাচ। এই ম্যাচ আমরা জিততে চাই।”
একই কথা বলেন বাংলার অধিনায়ক অনুষ্টুপ মজুমদার। তবে চন্ডিগড় ম্যাচে দলের ব্যাটিং লাইন হতাশ করেছে অনুষ্টুপকে। সৌরাষ্ট্র ম্যাচে একই ভুল না হয়, সেই দিকেই নজর বাংলার অধিনায়কের। সৌরাষ্ট্রের বিরুদ্ধে ৩০০ রানের টার্গেট নামবে বাংলা।
আরও পড়ুন:চালকের আসনে টিম ইন্ডিয়া, ১১২ রানে শেষ ইংল্যান্ডের ইনিংস







































































































































