গাড়ি দুর্ঘটনার কবলে টাইগার উডস, পায়ে বড়সড় চোট

0
3

গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন টাইগার উডস(Tiger Woods)। কিংবদন্তি এই গল্ফারকে কোনও মতে গাড়ি থেকে বার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আঘাত কতটা গুরুতর, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলস কাউন্টি শেরিফের দফতর। রোলিং হিলস এস্টেট সীমান্তে উডসের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে যায়। উডস নিজেই গাড়ি চালাচ্ছিলেন বলে জানা যায়।

উডসের পায়ে একাধিক আঘাত রয়েছে বলে জানা যায়। বেশ কয়েকটি হাড়ও ভেঙেছে। ভারতীয় সময় মঙ্গলবার রাতে উডসের অস্ত্রোপচার শুরু হয়েছে। জটিল সেই অস্ত্রোপচার শেষ হয় ভারতীয় সময় বুধবার সকালে। পায়ে চোট এতটাই মারাত্মক প্রশ্নের মুখে দাঁড়াতে পারে উডসের কেরিয়ার।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt