নরেন্দ্র মোদি স্টেডিয়ামে( Narendra modi stadium ) তৃতীয় টেস্টে চালকের আসনে ভারতীয় দল( team india) । গোলাপি বলের( pink ball) দিন রাতের টেস্টে প্রথম দিনেই ইংল্যান্ডকে ( england) গুটিয়ে দিল টিম ইন্ডিয়া। মাত্র ১১২ রানে গুটিয়ে গেল ইংল্যান্ডের প্রথম ইনিংস। ভারতের হয়ে দুরন্ত বোলিং অক্সর প্যাটেল এবং রবীচন্দ্র অশ্বিনের।
ম্যাচে এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে অর্ধশতরান জ্যাক ক্রলির। ৫৩ রান করেন তিনি। এরপরই ইংরেজদের ব্যাটিং লাইন তাসের ঘরের মতন ভেঙে পড়ে। সিবলি, ব্রিস্টোরা শূন্য রানে ফিরে যায়। ইংল্যান্ড অধিনায়ক জো রুট করেন ১৭ রান। স্টোকস করেন মাত্র ৬ রান।
ভারতের দুরন্ত বোলিং অক্সর প্যাটেল , রবীচন্দ্র অশ্বিনের। ৬ উইকেট নিলেন অক্সর প্যাটেল। তিন উইকেট নিলেন অশ্বিন।
আরও পড়ুন:নিখোঁজ ১৩৬ জনকে মৃত ঘোষণা উত্তরাখণ্ড সরকারের, ভেঙে পড়েছেন বাংলার ৩ যুবকের বাড়ির সদস্যরা