বিজেপি নেতা রাকেশ সিংকে আলিপুর আদালতে পেশ করা নিয়ে চূড়ান্ত ‘নাটক’ চলল দিনভর। মঙ্গলবার রাতেই পূর্ব বর্ধমানের গলসি থেকে গ্রেফাতার করা হয় রাকেশকে। বুধবার তাঁকে আলিপুর আদালতে নিয়ে যাওয়ার পথে পুলিশের সঙ্গে প্রবল ধাক্কাধাক্কি হয় বিজেপি নেতার সমর্থকদের। নেতার সমর্থনে আগে থেকেই আলিপুর কোর্ট চত্বরে এসে হাজির হন সমর্থকরা। দু’পক্ষের ধস্তাধস্তিতে উত্তেজনা ছড়ায় আদালতের সামনে। ধাক্কাধাক্কির সময় মাটিতে পড়ে যান রাকেশ সিং। পুলিশের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগও তোলেন তিনি।
বুধবার সকালেই রাকেশ সিংয়ের পরিবারের অভিযোগের জবাবে তাঁর বাড়িতে চিঠি পাঠিয়েছে লালবাজার। কেন এই নেতাকে গ্রেফতার করা হয়েছে, তা চিঠিতে উল্লেখ করা হয়েছে বলে সূত্রের খবর।
আরও পড়ুন–পূর্ব মেদিনীপুরে ষোলোয় ১৬টি আসন পাবে তৃণমূল: কুণাল
বিজেপির যুব নেত্রী পামেলা গোস্বামী (Pamela Goswami) ধরা পড়ার পরেই মাদককাণ্ডে নাম জড়ায় বিজেপি নেতা রাকেশ সিংয়ের। সেই অভিযোগের তদন্তে মঙ্গলবার তাঁর বাড়িতে যান পুলিশ আধিকারিকরা। কিন্তু আড়াই ঘণ্টা ধরে রাকেশের দুই ছেলে সাহেব এবং শুভম পুলিশকে ভিতরে ঢুকতে বাধা দেন বলে অভিযোগ। পরে রাকেশ সিংয়ের অর্ফান রোডের বাড়িতে ঢুকে দীর্ঘক্ষণ তল্লাশি চালায় পুলিশ (Police)। পরে পুলিশের কাজে বাধা দেওয়ার জন্য রাকেশ সিং-এর তাঁর দুই ছেলেকে প্রথমে আটক ও পরে গ্রেফতার করা হয়।