নরেন্দ্র মোদি স্টেডিয়ামে( Narendra modi stadium ) তৃতীয় টেস্টে চালকের আসনে ভারতীয় দল( team india) । গোলাপি বলের( pink ball) দিন রাতের টেস্টে প্রথম দিনের শেষে ভারতের রান সংখ্যা ৩ উইকেট হারিয়ে ৯৯। ইংল্যান্ডের রান সংখ্যা থেকে মাত্র ১৩ রানে পিছিয়ে বিরাট কোহলির দল। ভারতে হয়ে অর্ধশত রান রোহিত শর্মার। দুরন্ত বোলিং অক্ষর প্যাটেল এবং রবীচন্দ্র অশ্বিনের।

ম্যাচে এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে ১১২ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে অর্ধশতরান জ্যাক ক্রলির। ৫৩ রান করেন তিনি। এরপরই ইংরেজদের ব্যাটিং লাইন তাসের ঘরের মতন ভেঙে পড়ে। সিবলি, ব্রিস্টোরা শূন্য রানে ফিরে যায়। ইংল্যান্ড অধিনায়ক জো রুট করেন ১৭ রান। স্টোকস করেন মাত্র ৬ রান।
ভারতের হয়ে দুরন্ত বোলিং অক্সর প্যাটেল , রবীচন্দ্র অশ্বিনের। ৬ উইকেট নিলেন অক্ষর প্যাটেল। তিন উইকেট নিলেন অশ্বিন। এক উইকেট নেন ইশান্ত শর্মা।
জবাবে ব্যাট করতে নেমে দিনের শেষে ভারতের রান সংখ্যা ৩ উইকেট হারিয়ে ৯৯। ভারতের হয়ে অর্ধশতরান রোহিত শর্মার। ৫৭ রানে অপরাজিত তিনি। ২৭ রান করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ইংল্যান্ডের থেকে মাত্র ১৩ রান পিছিয়ে তারা।
আরও পড়ুন:নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন নিভল আলো , ইশান্ত শর্মাকে দেওয়া হল বিশেষ সম্মান







































































































































