৫ রাজ্যের বিধানসভা ভোট নিয়ে আজ দিল্লিতে নির্বাচন কমিশনের বৈঠক

0
3

চলতি বছরে বাংলা(west bengal), অসম(assam), কেরল(kerol), পুদুচেরি(puduchery) ও তামিলনাড়ু(tamilnadu)- এই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন (assembly election) । তার আগে এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের (Assembly Elections 2021) দিনক্ষণ চূড়ান্ত করতে বুধবার  দিল্লিতে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (Election Commission)।  অন্যদিকে আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন।  কমিশন সূত্রে জানানো হয়েছে, শেষ মুহূর্তের ভোট-প্রস্তুতি খতিয়ে দেখতেই আসছেন তিনি।

যেহেতু এ বারের নির্বাচন পুরোপুরি কোভিড প্রোটোকল (covid protocol) মেনে  অনুষ্ঠিত হতে চলেছে, তাই করোনা থেকে কীভাবে ভোটকর্মীরা নিজেদের সুরক্ষিত রাখবেন, ভোটকর্মী ও নিরাপত্তাকর্মীরা কীভাবে সুস্থ থাকবেন তা নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে মনে কর হচ্ছে। এ ছাড়াও নিরাপত্তা বাহিনীর সংখ্যা, ভোটকেন্দ্র ও অন্যান্য ব্যবস্থা নিয়ে আলোচনাও গুরুত্ব পাবে বৈঠকে। রাজ্যের ৬৪০০ বুথকে  ইতিমধ্যেই স্পর্শকাতর হিসেবে শনাক্ত করেছে জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যে এসে সেগুলির হাল হকিকত খতিয়ে দেখবেন সুদীপ জৈন। সব দিক খতিয়ে দেখে রিপোর্ট দেবেন দিল্লিতে।

Advt