?সেনসেক্স ৫০,৭৮১.৬৯ (⬆️ ২.০৭%)
?নিফটি ১৪,৯৮২.০০ (⬆️ ১.৮৬%)
অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। একের পর এক রেকর্ড ভেঙে ৫২০০০-এর গণ্ডি পার করেছিল সেনসেক্স। তবে সেই আশায় জল ঢেলে সোমবার বড়সড় ধাক্কা খায় দালাল স্ট্রিট। প্রায় ১০০০ পয়েন্ট নামে সেনসেক্স সে ধাক্কা সামলিয়ে বুধবার ফের ঊর্ধ্বমুখী হয়ে উঠল দেশের শেয়ারবাজার। বুধবার ১০৩০ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ২৭৪ পয়েন্ট
আরও পড়ুন:‘ব্যাট হাতে’ ২০১৭-র ‘ভয়ঙ্কর খেলা’র কথা মনে করালেন অনুব্রত
বুধবার বাজার খোলার পর থেকে হুড়মুড়িয়ে বাড়তে শুরু করে সেনসেক্সের সূচকে। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় মাত্র ১,০৩০ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ১,০৩০.২৮ পয়েন্ট বা ২.০৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫০,৭৮১.৬৯। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বুধবার ২৭৪.২০ পয়েন্ট বা ১.৮৬ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৪,৯৮২.০০।