ফের শিরোনামে তৃণমূল সাংসদ৷ ধর্মীয় অনুষ্ঠান মঞ্চে এক ঝাঁক বিজেপি (BJP) নেতার সঙ্গে তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী (TMC MP Dibyendu Adhikary)৷ তাই আরও একবার চর্চা শুরু হয়েছে দলবদলের৷ আবারও প্রশ্ন উঠেছে, তবে কি এবার শুভেন্দু অধিকারীর পথে হেঁটে দলবদল করবেন তাঁর ভাই সাংসদ দিব্যেন্দু অধিকারী ?

নন্দীগ্রামের (Nandigram) সাউদখালি এলাকায় এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। সেখানেই হাজির ছিলেন বিজেপির মণ্ডল সভাপতি-সহ বেশ কিছু বিজেপি নেতা। মঞ্চে বেশ খুশি খুশি মেজাজেই দেখা যায় দিব্যেন্দুকে৷ খোল- করতালও বাজিয়েছেন তিনি। বিজেপি নেতার সঙ্গে একই মঞ্চে তৃণমূল সাংসদের দেখা মেলায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, দিব্যেন্দুর শিবির বদল স্রেফ সময়ের অপেক্ষা।
দল ত্যাগ করার মাস কয়েক আগে থেকে দলীয় পতাকা ছাড়াই সভা করা শুরু করেছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। বেশ কিছু ধর্মীয় অনুষ্ঠানেও যোগ দেন তিনি। তখনই প্রশ্ন উঠতে শুরু করে, শুভেন্দু তাহলে কোন দলে, তৃণমূলে না বিজেপিতে ? শেষে অবশ্য পদ্ম পতাকাই হাতে নেন তিনি। পরে তাঁর ছোটভাই সৌমেন্দুও বিজেপিতে
চলে যান। ওদিকে, দায়িত্ব কমানো হয় শুভেন্দুর বাবা শিশির অধিকারীরও। তৃণমূলের এই পদক্ষেপ ভালভাবে নেননি অধিকারী-পরিবার৷ এখনও পর্যন্ত শিশির বা দিব্যেন্দু অধিকারী জানিয়েছেন তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন। ওদিকে জনসভায় দাঁড়িয়ে শুভেন্দু বলেছেন, তাঁর বাড়িতেও পদ্ম ফুটবে। এই চাপানউতোরের মাঝে বিজেপি নেতাদের সঙ্গে দিব্যেন্দুর উপস্থিতি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷






































































































































