শিশুপুত্রকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন করিনা

0
1

দুই ছেলেকে নিয়ে স্বামী সইফ আলি খানের (saif ali khan)সঙ্গে আজ বাড়ি ফিরলেন করিনা কাপুর খান(kareena kapoor khan)। আজই হাসপাতাল থেকে ছাড়া পেলেন বলিউড অভিনেত্রী। গত ২১ ফেব্রুয়ারি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি(breach candy hospital mumbai) হাসপাতালে দ্বিতীয় বার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন করিনা । আজ হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সদ্যোজাত সন্তানকে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দিলেন তিনি।

হাসপাতাল থেকে তাঁকে বাড়িতে নিয়ে যেতে আসেন স্বামী সইফ আলি খান। সঙ্গে ছিল সইফ-করিনার প্রথম সন্তান তৈমুরও। ভাইয়ের জন্মের পর তৈমুর বেশ কয়েকবার হাসপাতালে এসেছে। আজ তাকে দেখা গেল মাস্ক পরে।

হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে করিনার কিছু ছবি সামনে এসেছে। কিন্তু করিনার স্পষ্ট কোনও ছবি বন্দি হয়নি ক্যামেরায়। কবে করিনাকে তাঁর দ্বিতীয় সন্তানের সঙ্গে দেখা যাবে, এমন ছবির অপেক্ষায় মুখিয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা।

Advt