অভিষেকের স্ত্রী রুজিরাকে জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে গেল CBI টিম

0
1

প্রায় ঘণ্টা দেড়েক ধরে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee) বাড়িতে (Residence) তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যয়কে (Rujira Banerjee) জিজ্ঞাসাবাদের (Intergation) পর চলে গেলেন সিবিআই (CBI) আধিকারিকরা। তবে ঠিক কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তা জানা সম্ভব হয়নি। সিবিআই আধিকারিক হরিশ মুখার্জি রোডে অভিষেকের বাড়ি থেকে সোজা গাড়িতে উঠে নিজাম প্যালেসের উদ্দেশে রওনা দেন। দুপুর ১১.৩৫ মিনিট নাগাদ ১৮৮/এ হরিশ মুখার্জি রোডে অভিষেকের বাড়িতে আসে ৮ সদস্যের সিবিআই টিম। যার মধ্যে মহিলা আধিকারিকরাও ছিলেন। এরপর ঠিক ১.১০মিনিট নাগাদ তাঁরা বেরিয়ে যান।

তার আগে আজ, শনিবার সকাল ১১.৫ মিনিট নাগাদ মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অভিষেক-রুজিরার আবাস ‘শান্তিনিকেতন’-এ আসেন। নিনিটি পনেরো থাকার পর তিনিও বেরিয়ে যান। ঠিক তার মিনিট দশেক পর আসে সিবিআই টিম।

গত রবিবার সিবিআই-এর পক্ষ থেকে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও সেদিন তা হয়নি। এরপর গতকাল, সোমবার রুজিরা সিবিআই-কে চিঠি দিয়ে আজ, অর্থাৎ মঙ্গলবার তাঁদের বাসভবনে আসার কথা জানিয়ে ছিলেন। সেইমতো সিবিআই টিম সেখানে যায়, প্রায় ঘন্টা দেড়েক জিজ্ঞাসাবাদ করে এবং বেরিয়ে যায়।